Surah 89
Volume 1

ভোর

الفَجْر

الفجر

LEARNING POINTS

LEARNING POINTS

আল্লাহ তাঁর যেকোনো সৃষ্টির নামে কসম করার অধিকার রাখেন, যেমন সূর্য, চন্দ্র বা নক্ষত্ররাজি। মুসলমানরা কেবল আল্লাহর নামেই কসম করতে পারে।

প্রতিমা পূজাকারীরা শাস্তি থেকে নিরাপদ নয়, ঠিক যেমন তাদের পূর্বের আরও শক্তিশালী জাতিগুলো ধ্বংস হয়েছিল।

আল্লাহ মানুষকে দারিদ্র্য ও প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারা সর্বদা কৃতজ্ঞ থাকে, কিন্তু অস্বীকারকারীরা হয় অহংকার করে অথবা অভিযোগ করতে থাকে।

যারা এই দুনিয়াতে মন্দ কাজ করে, তারা বিচার দিবসে অনুতপ্ত হবে, আর যারা ভালো কাজ করে, তারা জান্নাতে সম্মানিত হবে।

আল্লাহ্র শক্তি

1ফজরের শপথ, 2এবং দশ রাত্রির, 3এবং জোড় ও বিজোড়ের, 4এবং রাত্রির যখন তা বিদায় নেয়, 5এই শপথ কি জ্ঞানীদের জন্য যথেষ্ট নয়? 6আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছিলেন— 7ইরামের অধিবাসীগণ, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, 8যার সমকক্ষ অন্য কোনো জনপদে সৃষ্টি করা হয়নি; 9এবং সামূদ জাতি, যারা পাথরের উপত্যকায় শিলা কেটে তাদের ঘর তৈরি করত; 10এবং বিশাল পিরামিডসমূহের অধিকারী ফিরআউনকে? 11তারা জমিনে অনেক মন্দ কাজ করেছিল, 12সেখানে অনেক বেশি ফাসাদ ঘটিয়েছিল। 13অতঃপর আপনার রব তাদের উপর শাস্তির এক কশাঘাত বর্ষণ করলেন। 14নিশ্চয়ই আপনার রব লক্ষ্য রাখছেন।

وَٱلۡفَجۡرِ 1وَلَيَالٍ عَشۡرٖ 2وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ 3وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ 4هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ 5أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ 6إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ 7ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ 8وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ 9وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ 10ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ 11فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ 12فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ 13إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ14

Verse 12: জিলহজ্ব মাসের প্রথম ১০ দিন ও রাত, যখন হজ্ব করা হয়।

Verse 14: বিজোড় সংখ্যা হলো ১, ৩, ৫ ইত্যাদি এবং জোড় সংখ্যা হলো ২, ৪, ৬ ইত্যাদি। আল্লাহ তা'আলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, তা সংখ্যায় হয় বিজোড় অথবা জোড়।

Illustration
SIDE STORY

SIDE STORY

একদিন এক রাজা তার উপদেষ্টাকে জিজ্ঞাসা করলেন, "আমি আমার চাকরকে সব সময় এত খুশি দেখি কেন?" উপদেষ্টা বললেন, "চলুন, তাকে '৯৯-এর নিয়ম' দিয়ে পরীক্ষা করি।" রাজা জিজ্ঞাসা করলেন সেটা কী, এবং উপদেষ্টা বললেন, "আজ রাতে, আমি একটি ব্যাগে ৯৯টি দিনার (স্বর্ণমুদ্রা) রাখব, ব্যাগের উপর ১০০ দিনার লিখব, তার বাড়ির সামনে রাখব, এবং দেখব সে কেমন প্রতিক্রিয়া দেখায়।" রাজা রাজি হলেন। সকালে, চাকরটি খুব ঘুমন্ত এবং খিটখিটে ছিল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, "কী হয়েছে?" সে বলল, "গত রাতে, আমি আমার বাড়ির সামনে একটি ব্যাগ পেয়েছিলাম। ব্যাগটিতে ১০০ দিনার থাকার কথা ছিল। কিন্তু যখন আমি আর আমার স্ত্রী টাকা গুনলাম, একটি দিনার কম ছিল। আমরা দুই ঘণ্টা ধরে গুনতে থাকলাম। আমরা বাড়ির বাইরেও খুঁজলাম। আমরা ভেবেছিলাম আমাদের প্রতিবেশীই আসলে সেই দিনারটি নিয়েছে। আমি তাকে ভোর ৩টায় জাগিয়েছিলাম, এবং জিজ্ঞাসা করেছিলাম সে আমার দিনার চুরি করেছে কিনা। সে আমাকে ঘুমাতে যেতে বলল এবং সকালে সবার আগে ডাক্তার দেখাতে বলল। তারপর আমি আমার স্ত্রীকে বললাম, 'হয়তো তুমিই এটা চুরি করেছ।' সে বলল, 'না, তুমি ব্যাগটি পেয়েছ। তুমিই চোর হবে।' আমি বললাম, 'না, আমি নই। হয়তো বাচ্চারা করেছে।' আমরা সারারাত জেগে ছিলাম টাকা গুনতে, সেই দিনারটি খুঁজতে, এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে।" উপদেষ্টা রাজাকে বললেন, "সে ৯৯টি দিনার উপভোগ করতে পারেনি একটি দিনার হারানোর কারণে। নিম্নলিখিত অনুচ্ছেদ অনুসারে, কিছু লোক আল্লাহর নেয়ামতের জন্য তাঁর শুকরিয়া আদায় করে না কারণ তারা মনে করে যে তারা এমনিতেই এর যোগ্য। কিন্তু যদি আল্লাহ তাদের সেই জিনিস না দেন যা তারা মনে করে যে তারা প্রাপ্য, তারা অভিযোগ করতে থাকে এবং তাদের যা আছে তার কদর করতে ব্যর্থ হয়।"

Illustration

অস্বীকারকারীদের জন্য দুঃসংবাদ

15যখন মানুষকে তার প্রতিপালক অনুগ্রহ ও প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, "আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন!" 16কিন্তু যখন তিনি তাকে তার জীবিকা সীমিত করে পরীক্ষা করেন, তখন সে বলে, "আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন!" 17কক্ষনো নয়! বরং তোমরা ইয়াতীমের প্রতি সদয় নও, 18এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতে একে অপরকে উৎসাহিত করো না। 19এবং তোমরা লোভের সাথে অন্যের উত্তরাধিকার গ্রাস করো, 20এবং ধন-সম্পদকে অত্যধিক ভালোবাসে। 21কক্ষনো নয়! যখন পৃথিবীকে বারবার চূর্ণ-বিচূর্ণ করা হবে, 22এবং তোমার প্রতিপালক আসবেন ফেরেশতাসহ, সারি সারি হয়ে বিচার করতে, 23এবং সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে—তখনই প্রত্যেক মন্দ ব্যক্তি তার প্রতিটি পাপ স্মরণ করবে। কিন্তু তখন স্মরণ করে কী লাভ? 24তারা বলবে, "হায় আফসোস! যদি আমি আমার প্রকৃত জীবনের জন্য কিছু ভালো আগে পাঠিয়ে দিতাম!" 25সেদিন তিনি তাদের এমন কঠোর শাস্তি দেবেন, যেমনটি আর কাউকে দেওয়া হয়নি। 26এবং তাদের এমন দৃঢ়ভাবে বাঁধবেন, যেমনটি আর কাউকে বাঁধা হয়নি।

فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ 15وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ 16كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ 17وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ 18وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا 19وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا 20كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا 21وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا 22وَجِاْيٓءَ يَوۡمَئِذِۢ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ 23يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي 24فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ 25وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ26

মুমিনদের জন্য সুসংবাদ

27আল্লাহ মুমিনদেরকে বলবেন, "হে প্রশান্ত আত্মা! 28তোমার রবের কাছে ফিরে এসো, সন্তুষ্টচিত্তে ও সন্তোষভাজন হয়ে। 29অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, 30এবং প্রবেশ করো আমার জান্নাতে।"

ٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ 27ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ 28فَٱدۡخُلِي فِي عِبَٰدِي 29وَٱدۡخُلِي جَنَّتِي30

Al-Fajr () - Kids Quran - Chapter 89 - Clear Quran for Kids by Dr. Mustafa Khattab