Surah 100
Volume 1

অশ্বগণ

العَادِيَات

العاديات

LEARNING POINTS

LEARNING POINTS

ঘোড়ারা তাদের মালিকদের আনুগত্য করে এমনকি কঠিনতম পরিস্থিতিতেও (যুদ্ধ সহ), কিন্তু অনেক মানুষ তাদের প্রতিপালকের প্রতি সর্বদা অহংকারী।

অনেক মানুষ অধৈর্য এবং কেবল অর্থ নিয়ে ভাবে।

কেয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে কিছুই গোপন থাকবে না, এবং প্রত্যেকে তাদের কৃতকর্মের প্রতিদান পাবে।

Illustration
BACKGROUND STORY

BACKGROUND STORY

নবী (সাঃ) তাঁর কিছু সাহাবীকে ঘোড়াসহ একটি অভিযানে পাঠালেন। যখন তারা প্রত্যাশার চেয়ে বেশি সময় নিল, তখন মুনাফিকরা বলতে শুরু করল, "অভিযান নিশ্চিত ব্যর্থ হয়েছে। তারা অবশ্যই নিহত হয়েছে।" শীঘ্রই, আল্লাহ এই সূরাটি নাযিল করলেন নবী (সাঃ)-কে এই সুসংবাদ দিতে যে, সবাই নিরাপদে ফিরে আসছে এবং অভিযান সফল হয়েছে। এখানকার শিক্ষা হলো, মানুষ যেন কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে খারাপ খবর না ছড়ায়। {ইমাম আল-কুরতুবী কর্তৃক লিপিবদ্ধ}

Illustration

মানুষের নাশুকরি

1শপথ সেই সব উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বের, 2অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, 3অতঃপর প্রভাতে আক্রমণকারী, 4অতঃপর তারা ধূলি উড়ায়, 5অতঃপর তারা শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে! 6নিশ্চয়ই মানুষ তাদের রবের প্রতি অকৃতজ্ঞ। 7এবং তারা নিজেরাই এর জীবন্ত প্রমাণ— 8এবং ধনসম্পদের প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত তীব্র। 9তারা কি জানে না যে, যখন কবরসমূহে যা কিছু আছে তা উত্থান করা হবে, 10এবং অন্তরসমূহের গোপন কথা প্রকাশ করা হবে? 11নিশ্চয়ই সেদিন তাদের রব তাদের সম্পর্কে সবিশেষ অবহিত।

وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا 1فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا 2فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا 3فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا 4فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا 5إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ 6وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ 7وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ 8أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ 9وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ 10إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ11

Al-'Ādiyāt () - Kids Quran - Chapter 100 - Clear Quran for Kids by Dr. Mustafa Khattab